Sylhet View 24 PRINT

দিরাইয়ে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ বাস্তবায়নে সচেতনতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৪ ১৯:৩৪:২৫

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ বাস্তবায়নে দিরাই শাল্লার জনস্বার্থে ফেইসবুক গ্রুপের আয়োজনে সচেতনতা সৃষ্টিতে র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার সকালে থানা পয়েন্টে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওসি কে এম নজরুল জানান, সড়ক পরিবহন আইনের বহির্ভূত : লাইসেন্স ছাড়া গাড়ি, ভুয়া লাইসেন্স, রেজিস্ট্রেশন বিহীনতা গাড়ি, ফিটনেস বিহীন গাড়ি, ট্রাফিক সংকেত অমান্য, অতিরিক্ত গতিতে চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে চলা, হেলমেট ব্যবহার না করা, যত্রতত্র রাস্তা পারাপার, সিটবেল্ট না বাঁধা,গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা ইত্যাদি অপরাধ ও শাস্তিযোগ্য।

তাই দূর্ঘটনা এড়াতে উক্ত নিয়ম নীতি মেনে চলতে সকল গাড়ি চালকদের অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ সভাপতিত্বে এবং সিনিয়র স্কাউটস লিডার তায়েফ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সর্দার, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও স্কাউটস দিরাই উপজেলার কমিশনার বিশ্বজিৎ চৌধুরী, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, রবার্ট স্কাউট ইউনিট লিডার বাবলু চৌধুরী, স্কাউটস ইউনিট লিডার পারভেজ মিয়া প্রমুখ।

পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০২০/এইচপি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.