Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে শেষ হল ধামাইল উৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৪ ২২:১৭:৫৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে ২দিনব্যাপী ধামাইল উৎসবের সমাপ্ত হয়েছে। আন্তর্জাতিক রাধারমণ পরিষদের আয়োজনে শুক্রবার  ৩য় ধামাইল উৎসবের সমাপ্ত হয়।

আন্তর্জাতিক রাধারমণ পরিষদ কর্তৃক আয়োজিত ধামাইল উৎসবের সমাপনী দিনে ধামাইল গান ও নাচ পরিবেশন করে ছাতক উপজেলা শিল্পকলা একাডেমির ধামাইল দল, লোকদল শিল্পী গোষ্ঠী, জামালগঞ্জ উপজেলা ধামাইল দল, দক্ষিণ সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠী, সুন্দরম শিল্পীগোষ্ঠী, জমিরুননুর উচ্চ বিদ্যালয় ধামাইল দলসহ বিভিন্ন সাংস্কৃতিক দলের শিল্পীরা। বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ধামাইল গান আর নাচে মুখরিত হয় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তন।

ধামাইল গানের সুর তাল,লয়ে রোমাঞ্চিত হন আগত দর্শক শ্রোতা। বৈষ্ণব কবি রাধারণ দত্তের অমর সৃষ্টি ধামাইকে বিশ্বদরবারে তুলে ধরতে এমন আয়োজনকে সাধুবাধ জানান  উৎসবে আসা সুধীজনসহ ধামাইল প্রেমী-শ্রুতারা।           

উৎসবের সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক রাধারমণ পরিষদ সভাপতি ডি. চৌধুরী অসিতের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামির পল্লবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ ফেব্রুয়ারি ২০২০/শহীদনূর/ জুনেদ 


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.