আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দোয়ারাবাজারে ফসলি জমিতে অপরিকল্পিত খাল খনন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৬ ০০:২৪:১৫

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৈয়াজুরি হাওরে আলমখালী ও পেশকারগাঁও মৌজায় অধিগ্রহন ছাড়াই ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে অপরিকল্পিতভাবে অপ্রয়োজনীয় খাল খনন করার অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ভূমির মালিকসহ ভূক্তভোগি এলাকাবাসী।

ভূমি মালিকদের পক্ষে অভিযোগকারী আবুল হোসেন বলেন, ‘আমাদের মৌরসী সম্পত্তিতে যথারীতি সরকারি খাজনাপাতি আদায়পূর্বক দীর্ঘদিন ধরে ভোগাবাদ করে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কৃষকদের মালিকানাধীন ভূমি অধিগ্রহণ কিংবা নোটিশ ছাড়াই খাল খনন করছে। যা একেবারেই অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত।’

তিনি আরও বলেন, ‘ওই হাওরে খাল খনন করা হলে উজান থেকে নেমে আসা পানিতে হাওরে জলাবদ্ধতা লেগে থাকবে বছরজুড়ে। ফলে এখানকার কৃষকদের জীবিকা নির্বাহেরে একমাত্র মাধ্যম শত শত হেক্টর জমির আউশ-আমনের ফসল উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে।’

শনিবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে ব্যক্তি মালিকানাধীন জমিতে অপ্রয়োজনীয় খাল খনন বন্ধ করতে স্থানীয় আলমখালী, ইঁদুকোনা, ক্যাম্পেরঘাট, কৈয়াজুরি, পেশকারগাঁও ও ধর্মপুরসহ বিভিন্ন গ্রামের কৃষকরা প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘বর্তমানে পেশকারগাঁও-গজারমারা খাল খনন কার্যক্রম চলমান। তাই ওই মৌজার নকশা অনুযায়ী আঁকা বিলুপ্ত খালটি চিহ্নিত করে তা পূন:খনন করতে আমাদের কোনো আপত্তি নেই। তাতে আলমখালী মৌজায় আমাদের কৃষিজমির উপরও কোনো প্রভাব পড়বে না।’

এ সময় উপস্থিত থেকে কৃষকদের সাথে কৈয়াজুরি হাওরে মালিকানাধীন জমিতে খাল খনন না করতে একাত্মতা ঘোষণা করেন স্থানীয় বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেকি ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী আপন, বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সাবেক সভাপতি মোহাম্মদ মিলন খান, বীর মুক্তিযুদ্ধা ডা. শামসুল হক, মো. আবুল কাশেম, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, মনিরুল ইসলাম নান্টু, নুর উদ্দিন প্রমুখ।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/১৫ ফেব্রুয়ারি ২০২০/টিআই/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী