Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৭ ১৬:১৭:৩৮

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে ফসল রক্ষাবাঁধের নির্মাণকাজে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

উপজেলার সুরমা ইউনিয়নের কানলার হাওরে জোড়খলা পয়েন্টে (নুরপুর থেকে আলীপুর পর্যন্ত) ২৯ নং পিআইসি সভাপতি ইউপি সদস্য আলীনুর ও ৩০ নং পিআইসি সভাপতি আব্দুর রহিমের বিরুদ্ধে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তাই হাওরের শত শত হেক্টর ফসল উৎপাদন অনিশ্চিত হওয়ার আশংকায় ফুঁসে উঠেছেন হাওরপাড়ের কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী।

রবিবার বিকালে ফসলরক্ষা বাঁধে দাঁড়িয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ‘হাওরে ফসল রক্ষাবাঁধ নির্মাণে সরকারি নীতিমালা মানছে না পিআইসিরা। তারা সরকারি টাকা লুটপাট করতে মনগড়াভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বাঁধের ৩শ’ মিটার মধ্যে মাটি কাটা নিষিদ্ধ হলেও এক্সেভেটর মেশিন দিয়ে বাঁধের গোড়া থেকেই মাটি কেটে বাঁধে ফেলা হচ্ছে। যা বর্ষার আগেই একটুখানি বৃষ্টিতেই বাঁধের মাটি ধ্বসে গিয়ে ভেঙে পড়ার আশংকা করছেন ভূক্তভোগিরা। শুধু তাই নয়, পুরাতন বাঁধের উপর নামমাত্র মাটি ফেলেই দায়সারা কাজ সারছেন। দুটি পিআইসিতে বরাদ্দ অনুযায়ী বাঁধের কাজের কোনো মিল নেই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আব্দুন নুর (তুতি), আব্দুল হাশিম, মাওলানা আনোয়ারুল হক, আব্দুর রউফ, রেহান উদ্দীন, মইনুল ইসলাম, মাইন উদ্দীন, হাশিম মিয়া, ছুরত আলী, জামাল উদ্দিন, আব্দল কাদির, আব্দুল মতিন, সফিক মিয়া, জোবায়ের আহমদ, সাদ্দাম হোসেন, আশরাফ উদ্দিন, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, রফিক, মোশাহিদ, খলিল, লায়েক, জোসেফ, সয়ফুল আমিন, সবদিল, এমরাজ, তাহির, আব্দুছ ছালাম, তোতা মিয়া, হাফেজ আবুবক্কর প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৭ ফেব্রুয়ারি ২০২০/টিআই/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.