আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দিরাইয়ে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসকের অসন্তোষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২০ ২০:১৫:৫৫

ফাইল ছবি

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

বৃহস্পতিবার তিনি বরাম ও টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন পিআইসির বাধেঁর কাজের অগ্রগতি ও মাটির কাজের কম্প্যাকশন দেখে অসন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক বরাম হাওরের ঝুকিপুর্ন তুফানকারী বাঁধে মাটির কাজের কম্প্যাকশন দেখে অসন্তোষ প্রকাশ করে বলেন, মাটির কাজে কম্প্যাকশন সঠিকভাবে না করলে বিল প্রদান করা হবে না, মাটির কাজের কম্প্যাকশন, সকল বাঁধে সঠিকভাবে সাইনবোর্ড নিশ্চিত করন এবং কাবিটা নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

বৃহস্পতিবার দিনবর জেলা প্রশাসনের কর্মকর্তাগনের সমন্বয়ে মোট পাঁচটি টিমে উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। বাঁধ পরিদর্শন শেষে বিকেলের দিকে উপজেলা গণমিলনায়তন হলে পিআইসির সদস্যদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক আবদুল আহাদ।

উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদ, সহকারি কমিশনার হাসান আবদুল্লাহ আল মাহমুদ,এসএম রেজাউল করিম, জহিরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, পাউবোর মাঠ প্রকৌশলী রিপন আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পিআইসির সদস্যবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০/এইচপি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী