আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে পানি নিষ্কাশনে বাঁধা, বোর জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১২:৪৪:২৯

(প্রতীকি ছবি)

এম.এ রাজ্জাক, তাহিরপুর :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের স্লুইসগেটের ভিতরে পানি নিষ্কাশনের খালের মুখে মাটি দিয়ে বাঁধ দেয়ার অভিযোগ উঠেছে হাওরের জলমহালের ইজারাদারদের বিরুদ্ধে।

হাওরে পানি নিষ্কাশনের মুখে মাটি দিয়ে বাঁধ দেয়ার কারণে উমেদপুর গ্রামের প্রায় তিনশত একর রোপন করা বোর জমি হাওরের জমাট বাধা পানির নীচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রবিবার উমেদপুর গ্রামের আলীনূর, শাহজামাল, রুস্তম আলী, মাফিক ও মতি রহমান সহ ২৫ জন কৃষক তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর পরই তাহিরপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলীকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলী জানান, মাটিয়ান হাওরে সরজমিন গিয়ে খালের মুখে বাঁধ দেয়ার বিষয়টির সত্যতা পেয়েছেন। পরবর্তী নির্দেশনা চেয়ে ইউএনওর নিকট প্রতিবেদন দাখিল করবেন তিনি।

মাটিয়ান হাওরপাড়ের উমেদপুর গ্রামের কৃষক নিজাম, সফিকুল,ও আব্দুল হেকিম বলেন, হাওরপাড়ের কৃষকরা জীবনেও দেখেননি ইজারাদারা খাল গাঙের মূখে বাঁধ দিতে। লোক মূখে বাঁধ দেয়ার সংবাদ পেয়ে তারা খাল গাঙের মূখে গিয়ে ইজারাদার দীপক বাবুকে বাঁধা দিলে তিনি তাদের কে গালমন্দ করেন এবং লুটপাটের মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে জোড় পূর্বক খাল গাঙের মূখে বাঁধ দেন ইজারাদারারা। তারা আরা জানান, বাঁধ দেয়ার ফলে তাদের জমির পানি নিস্কাশন হতে না পারায় বর্তমানে পানি ফুলে ফেপে তাদের কষ্টার্জিত রোপন করা বোর ফসল পাকার আগেই পানির নীচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মাটিয়ান হাওর পাড়ের কৃষক শাহিনুর তালুকদার বলেন, মাটিয়ান হাওরে অতীতে কখনও কোনো ইজারাদার হাওরের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করেনি। বর্তমান ইজারাদার দীপক বাবু যদি বন্ধ করে থাকে তাহলে তিনি জলমহালের নীতিমালা লঙ্গন করেছেন। নীতিমালা অনুযায়ী ইজারা বাতিল করার জন্য দাবি জানিয়েছেন তিনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, উমেদপুর গ্রামের কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলীকে পাঠিয়েছেন। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি, ২০২০/এম.এ.আর/ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী