আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

প্রাথমিকে প্যানেলে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১৩:৫৭:৩৯

সুনামগঞ্জ প্রতিনিধি :: ২০১৮ সালে প্রাথমিক সহকারী শিক্ষক পদে মোখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধনের আয়োজন করে প্রাথমিক সহকারী শিক্ষক(২০১৮) প্যানেল বাস্তবায়ন কমিটি সুনামগঞ্জ জেলা শাখা।


মানবন্ধনে প্যানেল প্রত্যাশীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বলেন, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না বলে সরকার অঙ্গিকার করেছেন। অথচ জেলাসহ সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে-মেয়েরা বেকার। মুজিববর্ষে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে ২০১০ পরবর্তি সকল পরীক্ষার অংশগ্রহণকারীকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও ২০১৮ সালের পরীক্ষায় অংশগ্রহণকারীদের বাদ দেয়া হয়েছে। যা অতন্ত দুঃখজনক ও অমানবিক বলে দাবি তাদের। কারণ- পরীক্ষার্থীদের অনেকের চাকরি বয়স পার হয়ে গেছে। মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

সুনামগঞ্জ প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল আউয়ালের  সভাপতিত্বে ও   সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি পলি রানী দাস, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, তাহিরপুর উপজেলা প্যানেল প্রত্যাশী এম এ সাদ্দাম, জগন্নাথপুর উপজেলা প্যানেল প্রত্যাশী রিপন আহমেদ, অশোক রঞ্জন দাস, ঝিকু চন্দ্র দাস, সরস্বতী দাস, শাল্লা উপজেলা প্যানেল প্রত্যাশী রতন কুমার দাস ও দেবব্রত প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি, ২০২০/এস.এন.এ/ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী