Sylhet View 24 PRINT

দিরাইয়ে দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৮ ১৬:৩১:৪২

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমআ মধ্যবাজার জামে মসজিদের সম্মুখীন থেকে বিক্ষোভ মিছিল বের হয় দিরাই পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিরাই থানা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।

জেলা যুব জমিয়তের শাখা সভাপতি মাওলানা উবায়দল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জমিয়ত দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দীন তালুকদার, চন্ডিপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুদ্দীন, জেলা যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুখতার হোসেন চৌধুরী, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক প্রমুখ।

বক্তারা এসময় বলেন, বিশ্বে এখন মুসলিম নিধনের পাঁয়তারা চলছে। তাই একের পর এক মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন, বর্বরতা, হত্যাকাণ্ডসহ মসজিদ ভাংচুর ও জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে পবিত্র আল কোরআন। আমরা ভারতে গঠিত এই নির্মমতা, হত্যাকাণ্ড, মসজিদ ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে ভারত ও মোদি সরকারকে এই হত্যাকাণ্ড ও ভাংচুর বন্ধের দাবি জানান তারা।

বঙ্গবন্ধুর শতবর্ষী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারকে মোদির আমন্ত্রণ করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।


সিলেটভিউ২৪ডটকম/২৮ ফেব্রুয়ারি ২০২০/এইচপি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.