Sylhet View 24 PRINT

বেশি দামে পন্য বিক্রির অপরাধে ছাতকে ৬ দোকানিকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৪ ২০:১৫:৪৯

ছাতক প্রতিনিধি :: দেশে করোনাভাইরাস পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় পন্য  অতিরিক্ত দামে বিক্রির অপরাধে সুনামগঞ্জের ছাতকে ৬ মোদি দোকানদারকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪মার্চ) বিকেলে ছাতক পৌরসভার নোয়ারাই বাজার ও ছাতক সিমেন্ট কোম্পানির ৪নং বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীল এরশাদ ষ্টোর ১০হাজার, ফুলতলী ষ্টোর ১০হাজার, মেসার্স শিবলু ষ্টোর ১০হাজার, মুক্তার ষ্টোর ২হাজার, মনির ষ্টোর ১হাজার ও মিলন ষ্টোরকে ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীল জানান, বিভিন্ন অজুহাতে মোদি দোকানিরা অতিরিক্ত দামে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি করছিলেন। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ দোকান মালিকদের ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/২৪ মার্চ ২০২০/এমএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.