Sylhet View 24 PRINT

করোনা: তাহিরপুরে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ১৫:১০:১৮

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাটবাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ওষুধের দোকান ব্যতীত সকল ধরনের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ষোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশ প্রদান করেন।

এরইপেক্ষিত্বে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার বাণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনর্চাজ এস আই মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বাজারে বের হয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারে গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে সাধারণ জনগনের জীবন সুরক্ষার্থে বাজারের ব্যবসায়ীগণকে নিত্যপ্রয়োজনীয় ও ওষুধদের দোকান ব্যতীত সকল ধরনে দোকানপাট হ্যান্ডমাইক দিয়ে বন্ধ রাখার আহবান জানান।

প্রশাসনের আহবানে সাড়াদিয়ে বাজারের ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ করে দেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানান, এ উপজেলা ৭ ইউনিয়নের ছোট, বড় সকল হাটবাজার ও পাড়া মহল্লার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ব্যতীত সকল ধরনের দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০২০/এমএআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.