Sylhet View 24 PRINT

সামাজিক দুরত্ব নিশ্চিতে সুনামগঞ্জে বন্ধ রয়েছে দোকানপাট-পরিবহন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ১৭:১২:৪১

সুনামগঞ্জ প্রতিনিধি :: করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শহর, উপজেলা, হাটবাজার ও পয়েন্টে ফার্মেসি ও নিত্যপণ্যের দোকান ব্যতিত বন্ধ করা হয়েছে সকল ধরনে দোকানপাট। পৌর শহরে রিকশা ও মোটরসাইকেল ব্যতিত সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। তবে সুনামগঞ্জ সিলেট সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকলেও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনাভাইস প্রতিরোধে সামাজিক দুরুত্ব নিশ্চিত করত  হোম কোয়ারেন্টিন মানা জন সমাগম এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। 

সরেজমিনে দেখা যায়, সুনামগঞ্জ শহরের হোটেল, কনফেকশনারি দোকান, খাবারের দোকান, চায়ের স্টলে তালা ঝুলছে। খোলা রয়েছে বুশিমালের দোকান ও ফার্মেসি।  রিকশা ও মোটরসাইকেল ব্যতিত কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ। মাস্ক পরিধান ও জনসমাগম এড়িয়ে চলতে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ মোড়ে বাড়িয়ে দেয়া হয়েছে পুলিশের টহল। বলা চলে শহরের রাস্তাঘাট, বিপনি-বিতানে জনশূণ্য অবস্থায়। কোনো কারন ছাড়া ঘরেই অবস্থান করতে দেখাগেছে অনেককেই।  করোনাভাইরাসের কারনে জনমনে আতঙ্ক বিরাজ করলেও আগামী ১০ দিন সামাজিক দুরুত্ব মেনে চলাসহ প্রশাসনিক নিদের্শনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অন্তত ১ মিটার দুরুত্ব বজায় রেখে ঘরে অবস্থান করতে জনসাধারণকে পরামর্শ দিয়েছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০২০/এসএনএ/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.