আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে আটককৃত বিরল প্রজাতির বণ্যপ্রাণীটি সুনামগঞ্জ রেঞ্জ অফিসে হস্তান্তর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৪:০৪:১৭

এম.এ রাজ্জাক,তাহিরপুর (সুনামগঞ্জ) ::  সুনামগঞ্জের তাহিরপুরে আটককৃত বিরল প্রজাতির বণ্যপ্রাণীটি সুনামগঞ্জ রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নির্দেশে থানা পুলিশের উপস্থিতিতে বণ্যপ্রানীটি উপজেলার ধলইরগাও বিট অফিসের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে রাস্তায় গাড়ী চলাচল না থাকায় বন বিভাগের তাহিরপুর- বিশম্ভপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত ধলইরগাও বিট অফিসার বিরেন্ড কিশোর রায় তার প্রতিনিধির মাধ্যমে বুধবার সকালে বণ্যপ্রানীটিকে সুনামগঞ্জ রেঞ্জ অফিসে হস্তার করেন। তিনি জানান, গাছে আটককৃত বণ্যপ্রানীটি বিরল প্রজাতীর লজ্জাবর্তী বানর। লজ্জাবতী বানরটি বর্তমানে সুস্থ ও সবল আছে। এ জাতীয় বানর সহজে এখন আর দেখা যায় না।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে বিরল প্রজাতীর ্বণ্যপ্রাণীটিকে দেখতে পায় গ্রামের লোকজন। পরে তারা বন্যপ্রানীটিকে গাছের ডাল থেকে আটক করে লোহার খাঁচার মধ্যে ভরে রাখে। বিরল জাতীয় বণ্যপ্রানী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রানীটিকে এক নজর দেখার জন্য ভিড় করে। গ্রামবাসী ধারণা করেন,বণ্যপ্রাণীটি দেখতে অনেকটা বন বিড়াল বা ভাল্লুকের মতো। গায়ের রং দোসর, লম্বায় প্রায় ১০ থেকে ১৫ ইঞ্জি, গায়ে অনেক লোম। এমন বণ্যপ্রাণী এর আগে তারা দেখেননি বলে জানান।

কামড়াবন্ধ গ্রামের জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে থানা পুলিশের উপস্থিতিতে ধলইরগাও বিট অফিসের প্রতিনিধি বণ্যপ্রানীটিকে লোহার কাচার মধ্যে ভরে নিয়ে গেছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা বিজেন ব্যানার্জি জানান, বিরল প্রজাতীর বণ্যপ্রানীটি পুলিশের উপস্থিতিতে বণ বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী