Sylhet View 24 PRINT

ব্যবসায়ি জিয়াউল হক উদ্যোগে নিম্ন আয়ের পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৫ ২০:১০:৪২

সুনামগঞ্জ প্রতিনিধি :: করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনে বেকার অবস্থায় মানবেতর জীবনযাপনকারী সুনামগঞ্জের ২ হাজার নিম্ন আয়ের পরিবারে মধ্যে খাদ্যসমাগ্রী বিতরণ করেছেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ব্যবসায়ি মো. জিয়াউল হক।

সদর উপজেলায় ৫০০ পরিবার, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫০০ পরিবার, তাহিরপুর উপজেলায় ৫০০ পরিবার এবং গৌরারং ইউনিয়নের নেয়াগাঁও, নলুয়ারপার, হরিনগর, জগন্নাথপুর গ্রামের ৫০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

রবিবার সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ৪টি গ্রামের নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের  উদ্বোধন করেন ব্যবসায়ি জিয়াউল হক।

পরে বাকি খাদ্য সামগ্রী স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা চেয়াম্যানদের কাছে হস্তান্তর করেন তিনি।  ১৩ লাখ টাকা ব্যায়ে বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২কেজি আলো, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও আধা লিটার সোয়াবিন প্রদান করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/০৫ এপ্রিল ২০২০/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.