Sylhet View 24 PRINT

ছাতক পৌরসভার দুটি এলাকায় স্বেচ্ছায় লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ০১:০৫:২৪

ছাতক প্রতিনিধি :: সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। আর এই করোনাভাইরাস সংক্রমণ রোধে ছাতক পৌরসভার তিনটি এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় তাদের নিজ পাড়াকে ‘লকডাউন’ ঘোষণা করেছেন।

বুধবার থেকে পৌরসভার মন্ডলীবোগ, বাগবাড়ী এলাকায় এ লক ডাউন ঘোষণা করেন এখানের বাসিন্দারা। এ সময় মহল্লার সবগুলো প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না। আবার বাইরের কাউকেও পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় যুবকরা পাড়ায় প্রবেশ পথে বাঁশ দিয়ে রেলিং করে দিয়েছে। আর তাতে একটি নোটিশ টাঙানো রয়েছে। সেই নোটিশে লেখা আছে লকডাউন।

স্থানীয় বাসিন্দারা জানান, দেশে করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের একার পক্ষে এই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। যদি না আমরা নিজ থেকে সচেতন হই। সরকার থেকে শুরু করে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী মানুষকে প্রতিদিন সচেতন করার চেষ্টা করছে। তাদের এই সচেতনতা কেউ মানছেন, কেউ আবার মানছেন না। তাই নিজের সুরক্ষায় ও এলাকার বাসিন্দাদের করোনার হাত থেকে বাঁচাতে আমরা সচেতনতামূলক এ উদ্যোগ নিয়েছি।

সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.