Sylhet View 24 PRINT

নিম্ন-মধ্যবিত্ত পরিবারে চাল বিতরণ করলেন সুনামগঞ্জের ব্যবসায়ি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১২:৩৮:১৪

সুসামগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাস ঘরবন্দি সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন দুই ব্যবসায়ি।

হক ব্রিকস ও এসএইচ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. সামছুল হক ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যবসায়ি জিয়াউল হকের অর্থায়নে বৃহস্পতিবার সকালে গৌরারং ইউনিয়নের অচিন্তপুর ও রাজারগাঁও গ্রামের দিনমজুর, অসহায় ও অসচ্ছল নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে ১০ কেজি করে চাল পৌঁছে দেয়া হয়।

এসময় ব্যবসায়ি সামছুল হক বলেন, মানুষ করোনাভাইরাসের কারণে মানবেতর জীবনযাপন করছেন। যার যার সামর্থ্য অনুযায়ি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোটা হবে মানবিক কাজ। সরকার ঘরবন্দি মানুষের জন্য সহযোগিতা করছেন। কিছু জনপ্রতিনিধি তাঁর সঠিক ব্যবহার করছেন না। তা অন্তত দুঃখজনক। মহমারির এই সময়ে মানবিক হয়ে কাজ করতে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.