Sylhet View 24 PRINT

বাউল রণেশ ঠাকুরের বাড়ী পরিদর্শনে সুনামগঞ্জ জেলা প্রশাসক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২০ ২২:০৮:৪০

দিরাই প্রতিনিধি :: বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অন্যতম শিষ্য রণেশ ঠাকুরের বাড়ীতে তার গানের ঘরে গত রবিবার দিবাগত রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা সঙ্গীতের পান্ডুলিপি, বাদ্যযন্ত্র ও মূল্যবান জিনিসসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এবার সেই ঘটনাস্থল পরিদর্শনে গেলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বুধবার তিনি দিরাই উপজেলার উজানধল গ্রামের বাউল রণেশ ঠাকুরের বাড়ীর পুড়ে যাওয়া গানের ঘর পরিদর্শন করেন এবং ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক রণেশ ঠাকুরকে নতুন ঘর পুন নির্মাণ ও বাদ্যযন্ত্র প্রদানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে আগুন লাগার রহস্য দ্রুততম সময়ের মধ্যে উদঘাটন করা হবে বলে জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো.  সফি উল্লাহ,দিরাই থানা সারকেল বেলায়েত হুসেন, অফিসার ইনচার্জ দিরাই থানা কে এম নজরুল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০২০/এইচপি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.