Sylhet View 24 PRINT

ছাতকে ল্যাব টেকনিশিয়ান পজিটিভ, হাসপাতাল থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৬ ২২:৩৮:৪৬

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের কৈতক হাসপাতালে কর্মরত টিবি ল্যাব টেকনিশিয়ান (ব্র্যাক এনজিও কর্মী) আবু নেছার (৩২)'র করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় সন্দেহজনকভাবে হাসপাতালের স্টাফসহ ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নমুনা সংগ্রহকারীরা হাসপাতালের ডাক্তার, নার্স, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৪০ জনের নমুনা সংগ্রহ করেন। এসব নমুনা সিলেটের ল্যাবে পাঠানো হবে।

এসময় কৈতক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মোজাহারুল ইসলাম, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ সাংবাদিক ও জানপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে হাসপাতাল সংশ্লিষ্ট একজনের কোভিড-১৯ পজেটিভ আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও হাসপাতালের আরএমও ডা.মোজহারুল ইসলাম শুরু থেকেই হাসপাতালে মাঠে খেলাধুলা, অযথা আড্ডা, জনসমাগম না করতে অনুরোধ জানিয়ে আসছিলেন। প্রভাবশালী স্থানীয়রা এতে কর্ণপাত না করায় এখন পুরো এলাকা করোনার সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০২০/মাহবুব/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.