Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে ২ শিশু ও ৪ পুলিশসহ ১৮ জন করোনায় সনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ০০:৫৩:৪৫

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় একই পরিবারের দুই শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যে ১৮ জনের নমুনার ফলাফল পজেটিভ আসে তাতে দুই শিশুরও নাম আছে। তাদের বয়স (৩) ও (৫)।

অন্যদিকে পুলিশ লাইন্সের আরও চার সদস্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ছাতকেও একই পরিবারের তিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শাবি ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার নতুন নমুনা ১৬৮টি ও পুরাতন দুটি সহ ১৭০ নমুনা পরীক্ষা করা হয়।

১৭০ নমুনার মধ্যে ১৮টির ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে পুলিশসহ সদরে ৬ জন, দোয়ারা বাজারে ৪ জন, ছাতকে ৬ জন, তাহিরপুর ১ জন ও জগন্নাথপুরে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সুনামগঞ্জে সিভিল সার্জন ডা. মো. শাসম উদ্দিন জেলায় নতুন করে ১৮ জনের করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.