আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ১৮:৪৮:৪৩

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনেই পৃথক তিনটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।

আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে জগন্নাথপুরে পৃথক তিনটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে সংঘর্ষে আহত ব্যক্তিদের সুত্রে জানা যায়, উপজলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া পূর্ব বুরাইয়া গ্রামের শাহারউদ্দিন ও রুকন উদ্দিনের মধ্যে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধে চলছিল। এরই জের ধরে আজ (শনিবার) সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে একই ইউনিয়নের কালনীর চর গ্রামে সকালে বদরুল মিয়া ও শিপন মিয়ার পক্ষের মধ্যে বাঁশ বেচাকেনা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে ৫ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

অপর সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামে। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামে আব্দুল আলিম ও ওয়াকিব আলীর পক্ষের লোকজনের মধ্যে শনিবার সকাল ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। এরমধ্যে জালাল উদ্দিন (৩৪) ও কামাল উদ্দিন (৩৫) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর বলেন, করোনা মহামারী কালে একদিনেই তিনটি সংঘর্ষের ঘটনায় আমরা উদ্বিগ্ন। গুরুতর আহত জালাল উদ্দিন ও কামাল উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাপর আহতরা আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রাজিব আহমদ বলেন, খবর পেয়ে আহতদেরকে হাসপাতালে দেখে খোঁজ খবর নিচ্ছি।


সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০২০/এসএইচএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী