Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে যে স্কুলের ৬ জন পেয়েছে জিপিএ-৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ১৮:১২:৩৯

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ  গ্রহণ করে ২৩৮৪জন শিক্ষার্থী। তন্মধ্যে পাশ করেছে ১৮১৪জন। জিপিএ-৫ পেয়েছে ১৩জন। পাশের হার শতকরা ৭৬.০৯।

জানা গেছে, উপজেলার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। এছাড়া মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২জন, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সমুজ আলী উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজ, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মুহিবুর রহমান মানিক সোনালীনুর উচ্চ বিদ্যালয়ে ১টি করে জিপিএ-৫ পেয়েছে। বাকি ১০টিতে কোনো জিপিএ-৫ পায়নি  কোন কেউ। সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩৩জনের সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে।

সিলেটভিউ২৪ডটকম/ ৩১ মে ২০২০/তাজুল/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.