আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দিরাইয়ে উল্টে যাওয়া ইজিবাইকের যাত্রীদের উদ্ধার করলেন ইউপি চেয়ারম্যান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ১৯:০০:৫১

দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলার ভাটিপাড়া সড়কে কাদা মাটিতে ইজিবাইক আটকে উল্টে গেলে শিমুলবাঁক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান জিতু ইজিবাইকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া সড়কে দত্তগ্রাম এর সামনে কাদা মাটির মধ্যে ইজিবাইক আটকে উল্টে যায়। পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান জিতু ইজিবাইকে থাকা মহিলা, শিশুসহ ৮ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এতে যাত্রীরা আহত হলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান জিতু বলেন, মাত্র ১২ কি.মি সড়ক কিন্তু এর প্রতিটি বাঁকে বাঁকে ছড়িয়ে আছে একেকটি মৃত্যুফাঁদ। বৃষ্টি হলে রাস্তার বেহাল দশার কারণে গাড়ি থাকা স্বত্তেও বাড়িতে নিতে পারি না। পাথারিয়া গাড়ি রেখে হেঁটে বা মটর সাইকেলে আসা যাওয়া করি। প্রতিদিনের মত আজও পাথারিয়া হেঁটে আসার প্রাক্কালে টিক আমার সামনে কাদা মাটির মধ্যে ইজিবাইকটি আটকে উল্টে গেলে সবার সহযোগীতায় আমি যাত্রীদের উদ্ধার করি।

তিনি আর বলেন, এই রাস্তার জন্য লক্ষাধিক মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরপরেও রাস্তা সংষ্কারে কোনো কার্যকর ভূমিকা কেউ রাখছেন না। বড় কোন দূর্ঘটনা ঘটে যাওয়ার পরে কী তাদের টনক নড়বে। আমাদের তিনটি ইউনিয়নের (শিমুলবাঁক, ভাটিপাড়া, রফিনগর) অনেকগুলো গ্রামের চলাচলের আর কোনো বিকল্প রাস্তা না থাকায় প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আমরা তো অনৈতিক বা অকল্পনীয় কোন দাবি করছি না। আমরা আমাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্থবায়নের জন্য বারবার তাদের দ্বারে দ্বারে ঘুরছি। আমি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে অতিদ্রুত আমাদের এই সড়কটি সংষ্কার করে দিন। এটা আমাদের প্রাণের দাবি।


সিলেটভিউ২৪ডটকম/০২ জুন ২০২০/এইচপি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী