Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধু কন্যা সকল পেশার মানুষের খবর রাখেন: এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ১৮:০২:১৭

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশের সকল পেশার মানুষের সুখ-দুঃখের খবর রাখেন। 

বুধবার করোনা পরিস্থিতিতে ছাতক-দোয়ারার সকল  ইমাম-মোয়াজ্জেমদের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক প্রদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন করোনা ভাইরোসের সংক্রমণ রোধে ইমাম-মোয়াজ্জেমদের বড় ভূমিকা রয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের পরে তারা মুসল্লিদের উদ্দেশে সচেতন বার্তা বলে থাকেন। যার মাধ্যমে সমাজের সবার মাঝে সেটি পৌঁছে যাবে।
এমপি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবার সচেতনতার বিকল্প নেই। সবার সতর্কতাই পারে এ দুর্যোগ থেকে মুক্তি দিতে।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, পৌরসভার শিক্ষক প্রতিনিধি মাহমুদ আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/৩ জুন ২০২০/এমএ/এসএইচ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.