আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে সাব ইন্সপেক্টর আফসার করোনাভাইরাস আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ১৮:৪৭:৪৮

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর মো. আফসার উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ইকড়ছই আবাসিক এলাকার ভাড়াবাসায় গিয়ে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা পত্র প্রদান করেছেন।

জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দিলে সামাজিক দুরত্ব নিশ্চিত ও জনসাধারণকে সচেতনতা সৃষ্টিতে প্রশাসনকে সহযোগিতায় মাঠে নামেন জগন্নাথপুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর আফসার উদ্দিন আহমদ।

তিনি পৌর শহরসহ উপজেলার বিভিন্ন প্রান্তে অক্লান্ত পরিশ্রম করেন এবং দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখেন। মহামারী করোনা বিষয়ে জনসাধারণকে সচেতন করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বৃহস্পতিবার জানান, গত ৩১ মে আমরা দুজনের নমুনা সংগ্রহ করি। ৩ জুন রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রতিবেদনে দুটি পজিটিভ শনাক্ত হয়। তাদের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আফসর উদ্দিন আহমদ ও অপরজন বেসরকারি একটি ব্যাংকের ম্যানেজার। আমরা তাদের দুজনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, করোনা সংক্রমণে মাঠে বিশেষ ভূমিকা পালন করেন উদ্যামী পুলিশ কর্মকর্তা আফসার আহমদ। সামাজিক দুরত্ব নিশ্চিত, সচেতনতা সৃষ্টিতে ভূমিকা ও করোনা শনাক্ত রোগীদেরকে বুঝিয়ে চিকিৎসা প্রদানে সহায়তায় তাঁর ভূমিকা ছিল অগ্রভাগে। তিনি করোনা আক্রান্ত হয়েছেন তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তাঁর জন্য দোয়া প্রার্থী।


সিলেটভিউ২৪ডটকম/০৪ জুন ২০২০/এসএইচএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী