Sylhet View 24 PRINT

ছাতকে সরকারি চাল পাচারকালে আটক বিএনপি নেতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৫ ২২:৪১:৫৯

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে রাতের আধাঁরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে বিএনপির এক নেতাকে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত দশটার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০টাকা কেজির চাল) এর ডিলার চরহল্লা ইউনিয়ন বিএনপি নেতা শামসুদ্দিনের গোদাম থেকে বস্তাবদল করে পিকআপ ভ্যানে তুলছিলেন গিয়াস উদ্দিন। এসময় অভিযান চালান ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।

এসময় বস্তাবদল করা ৬০বস্তা চাল ও ৯৯টি খালি বস্তাসহ ডিলারের ভাই ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়। তিনি বস্তা পাল্টিয়ে চটের বস্তায় সরকারি চাউল ভরে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই গোদামের মূল ডিলার ফয়জুল করিম নামের এক ব্যক্তি। কিন্তু তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকায় তার লাইসেন্স দিয়ে ব্যবসা করে আসছেন শামসুদ্দিন ও তার ভাই গিয়াসউদ্দিন।

তিনি জানান, অভিযানের সময় শামসুদ্দিন পালিয়ে যান তবে গিয়াস উদ্দিনকে চালসহ আটক করা হয়। পাচারের কাজে ব্যবহৃত পিক-আপ ও আটক ব্যক্তিকে ছাতক থানায় পাঠানো হয়েছে
সিলেটভিউ২৪ডটকম / ৫ জুন ২০২০/মাহবুব/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.