আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে বন্যায় ২০ গ্রামের মানুষ পানি বন্দি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-৩০ ১১:৫৭:৩৭

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরের নিন্মাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই,কাদিপুর,কান্দারগাঁও,নোয়াগাঁও ও পাড়ারগাঁও হিজলা, নাদামপুর,হলদিপুর ছিলাউড়া ইউনিয়নের ছিলাউড়া,বাউধরন স্বজনশ্রী,বেরী,গোপড়াপুর,শালদিখা,বেতাউকা,দাসনাগাও ও ভূরাখালী গ্রামের নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এরমধ্যে এসব এলাকার ৫ শতাধিক পরিবারের বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। এছাড়া কলকলিয়া ইউনিয়নের কামারখাল-গলাখাই সড়কটি পানিতে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
সোমবার (২৯ জুন) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জানান,আমার ইউনিয়নের ১০টি গ্রাম বন্যা প্লাবিত হয়ে পড়েছে। এরমধ্যে দুই শতাধিক বসতবাড়ির ঘর-দুয়ারে পানি  ঢুকেছে। গ্রামের একটি সড়ক পানিতে ডুবে গেছে। লোকজন দুর্ভোগে পড়েছেন। আমরা পরিস্থিতি তদারকি করছি।

হলদিপুর ছিলাউড়া ইউপি চেয়ারম্যান আরশমিয়া জানান,আমার ইউনিয়নের ১০ টি গ্রাম বন্যাকবলিত হওয়ায় শত শত মানুষ পানি বন্দি হয়ে দূর্ভোগে পড়েছেন। অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরের ২ টি ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে। আমরা সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করছি।

সিলেটভিউ২৪ডটকম/ ৩০ জুন ২০২০/ সুনু/ জুনেদ 

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী