আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে পাহাড়ি ঢলে ভেসে গেছে ‘কোটি টাকার’ বালি-পাথর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৩ ১৯:৫৮:২৯

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফাজিলপুর বালি পাথর মহালের বালি-পাথর ভেসে গেছে। এর পরিমাণ কোটি টাকা হবে বলে ব্যবসায়ীদের দাবি।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রক্তি নদীর তীর ঘেষা ফাজিলপুর বালি পাথর মহালের মসজিদের পাশ দিয়ে ভয়ে যাওয়া প্রায় ১শ’ মিটার সড়ক পানির প্রবল ¯্রােতে তলিয়ে গেছে। সেই সাথে ভেসে গেছে মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ ও মেসার্স জমিলা স্টোন ক্রাশারের স্টক (মজুত) করা প্রায় ৫০ হাজার সেফটি এলসিকৃত ক্রাশার মেশিনে ভাঙা চুনাপাথর ও প্রায় ২০ হাজার সেফটি সিলেট বালি। ফলে দুই ব্যবসায়ী প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন।

জাহিদ এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী মো. আবুল কাশেম জানান, গত ৬ মাস আগে ব্যাংক লোন ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে এলসিকৃত চুনাপাথর ও সিলেট বালি কিনে স্টক করেছিলেন। কিন্তু পাহাড়ি ঢলে পানির তোড়ে বালি-পাথর ভেসে গেছে। একদিকে করোনা সংকট, অন্যদিকে এখন বানের পানিতে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন তারা। বানের পানি ও ঝড়ে তাদের দুটি অফিস কক্ষও উড়ে গেছে।

জমিলা স্টোন ক্রাশারের স্বত্ত¡াধিকারী মিজানুর রহমান বলেন, ‘২টি স্টিলবডির বাল্কহেড নৌকা লোড করার কথা ছিল। বানের পানি আমাদের সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। এখন কিভাবে ব্যাংক লোন পরিশোধ করবো, কিভাবে আবার ব্যবসা শুরু করবো কিছুই বুঝতে পারছি না।’

ব্যবসায়ীরা জানান, গত দু’দিন ধরে ২০-৩০জন শ্রমিক দিয়ে কিছু মাল উঠানোর চেষ্টা করছেন। যাতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারেন।

সিলেটভিউ২৪ডটকম/৩ জুলাই ২০২০/রাজ্জাক/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী