Sylhet View 24 PRINT

ছাতকে করোনার কাছে হার মানলেন আরেকজন

মোট ৬ জনের প্রাণহানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৭ ১৩:৪৪:৫২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: মরণব্যাধি করোনাভাইরাসের সাথে ২১ দিন লড়াই করে হাজী গনি মিয়া (৮৫) নামে আরও একজন মৃত্যুবরণ করেছেন ।

তিনি উপজেলার জাউয়া বাজার (পুর্ব হাটি) এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোজহারুল ইসলাম। তিনি জানান, গত ৬ জুন নমুনা পরিক্ষার পর তার শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

পরে তার অবস্থার অবনতি হলে সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পুনরায় নমুনা পরিক্ষায় গত ২৭ জুন করোনা ভাইরাস নেগেটিভ হয়।

অবশেষে নেগেটিভ হওয়ার ১০দিন পর তিনি ঐ হাসপাতালেই করোনা আইসোলেশন ইউনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এ নিয়ে ছাতকে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। এখন পর্যন্ত ছাতকে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫৬ জন।


সিলেটভিউ২৪ডটকম / ৭ জুলাই, ২০২০ / মাহবুব / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.