Sylhet View 24 PRINT

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ২০:৪৬:৫৬


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নুরুল ইসলাম দেশের পাঠকপ্রিয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ছিলেন। একই সঙ্গে স্যাটেলাইট টেলিভিশন যমুনা টেলিভিশনেরও প্রতিষ্ঠাতা তিনি। ১৯৭৪ সালে নুরুল ইসলাম যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে গড়ে তোলেন ৩৮টি প্রতিষ্ঠান।

সফল এই শিল্প উদ্যোক্তার  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকিল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এক শোকবার্তায় পরিকল্পনামন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বীর মুক্তিযোদ্ধা সেই সাথে সফল উদ্যোক্তা এবং সাহসী ব্যবসায়ীকে হারালো।

এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জুলাই ২০২০/এসকে/এসএইচ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.