Sylhet View 24 PRINT

মধ্যরাতে রাস্তায় বেরুলেই পুলিশি ব্যবস্থা !

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ২২:১২:২৪


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জে চলমান বৈশ্বিক করোনা ও দ্বিতীয় দফা পাহাড়ি ঢলের আকস্মিক বন্যা পরিস্থিতিতে রাতের আঁধারে চুরি-ডাকাতি আর ছিনতাই বেড়ে যাওয়ার আশংকায় রাত ১ টার পর কাউকে রাস্তায় পেলে সন্দেহ হলেই আটক করা হবে বলে ঘোষণা দিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ । 


উপজেলাবাসীর অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়। 
সোমবার দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন। উপজেলাকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতেই তাদের এমন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ বলেও জানান তিনি।


তিনি বলেন, উপজেলা এলাকায় চুরি-ডাকাতি আর ছিনতাই বন্ধে এবং সর্বোপরি স্থানীয় এলাকাকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতেই রাত ১ টার পর কাউকে রাস্তায় পেলেই আটক করা হবে। এছাড়া উক্ত কার্যক্রম সফলের লক্ষ্যে ইতোমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের একটি টহল টিম তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে বলেও জানান তিনি। 

সিলেটভিউ২৪ডটকম/১৩  জুলাই ২০২০/এসকে/এসএইচ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.