Sylhet View 24 PRINT

তাহিরপুরে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ১৮:২৫:৩০

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের মধ্যস্ততায় গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা  বালিয়াঘাট নতুন বাজারের নিজস্ব কার্যালয়ে এলাকার সালিশি ব্যক্তিদের নিয়ে সালিশি সভায় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়। এতে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা ফেল গ্রামবাসী।

জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের তাজুদ আলী, মল্লিক মিয়া ও একই গ্রামের পিয়ার আলী, নুরুল হকের লোকজনের মধ্যে আধিপত্য বিষয় নিয়ে প্রায় দুই বছর ধরে বিরোধ চলে আসছিল। তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রায় সময়েই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে থানায় ৮টি করে মামলা দায়ের হয়। গত কিছুদিন ধরে আবার দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিষয়টি নজরে আসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জির।

পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বুধবার (৫ আগস্ট) দুপুরে দ্রুত সালিশের সিদ্ধান্ত নেয়া হয়। গ্রাম্য সালিশি ব্যাক্তিদের আলোচনার ভিত্তিতে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয় এবং উভয় পক্ষের লোকজনের মতামতের ভিত্তিত্বে একে অপরের মামলা আপোষ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, ওয়ার্ড সদস্য নুরুল আমিন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ৫ আগস্ট ২০২০/এমএআর/পিটি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.