আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে অস্ত্র মামলায় সাইদুল কারাগারে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ১৯:৫১:৪৬

নিজস্ব প্রতিবেদক,জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নেব সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে থানা পুলিশ আগ্নেয়াস্ত্রসহ সাইদুল হক (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে সৈয়দপুর আগনকোনা গ্রামের ফয়জুল হকের ছেলে। বুধবার (৫ আগস্ট) তাকে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানান, সাইদুলকে মঙ্গলবার ভোরের দিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরআগে গত রবিবার আাধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে গ্রামের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়া ঘটে। এ সময় সন্ত্রাসী দল প্রকাশ্যে ৮/১০ রাউন্ড গুলী বর্ষন করে এলাকায় আতংকের সৃষ্টি করে।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে ১টি ও সৈয়দপুর গ্রামের সালেহ আহমদ ছুটু মিয়া বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করা হয়।

অস্ত্র মামলার বাদী থানার সাব ইন্সপেক্টর রাজিব আহমদ জানান, সন্ত্রাসী সাইদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।


প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সম্প্রতি আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন গত রোববার  বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ৮/১০ রাউন্ড গুলি বর্ষন করে এলাকায় আতংকের সৃষ্টি করে।

সিলেট ভিউ ২৪ ডটকম/ ৫ আগস্ট ২০২০/ এসএইচএ/পিটি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী