Sylhet View 24 PRINT

দায়িত্ব গ্রহণের পরই বেপরোয়া ছাতকের কালারুকা ইউপি সচিব!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৬ ০০:১১:১৫

ছাতক প্রতিনিধি:: লটারীর মাধ্যমে ছাতক সদর ইউনিয়ন থেকে বদলি হয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের দ্বায়িত্ব পেয়েই বেপরোয়া হয়ে উঠেছেন ইউপি সচিব পিংকু দাস।

প্রথম কার্যদিবসেই জন্ম নিবন্ধনের কপিতে সীল-স্বাক্ষর দিয়েই আদায় করছেন ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ঘুষ। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নে ৫০০-৮০০ টাকা করে নেওয়া হয় বলেও দাম্ভিকতার সাথে বক্তব্য দিচ্ছেন। এ নিয়ে ইউনিয়ন জোরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সুত্র জানায়, কালারুকা ইউনিয়নের মাহবুব আলম নামের এক নাগরিক মঙ্গলবার সকালে জন্ম নিবন্ধনের কপি সংগ্রহ করতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যান। এ সময় ইউনিয়ন সচিব সীল এবং স্বাক্ষর দিয়ে ২০০ টাকা দাবি করেন। এনিয়ে তর্কবিতর্ক শেষে ২০০টাকা দিয়েই তাকে সীল এবং স্বাক্ষর আনতে হয়েছে। প্রথম দিনেই সচিবের এমন ব্যবহারে ক্ষিপ্ত হয়েছেন ইউনিয়নবাসী। 
বাড়তি টাকা আদায়ের ব্যাপারে জানতে চাইলে ইউপি সচিব পিংকু সিলেটভিউকে বলেন, এভাবে সব ইউপিতে নেওয়া হয়। তাই আমি নিচ্ছি। 

তবে বিষয়টি জানতে কালারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয়। তবে তিনি মোবাইল ফোনে বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির জানান, সীল দিতে অর্থ আদায় সম্পূর্ণ বেআইনী। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ ১৫ সেপ্টেম্বর ২০২০/ মাহবুব/ কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.