আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দিরাইয়ে ইতালি প্রবাসীর উপর হামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৪ ১৩:০৫:০২

দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে এক ইতালি প্রবাসী ও চাচাতো ভাইয় হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলার পর আহত ইতালি প্রবাসী হামিম মিয়া ও তার ছোট ভাই তামিম মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, হামিম মিয়া ইতালিতে থাকাকালীন সময়ে চাচাতো ভাই ফাহিমদের ৪ কেদার বোরো জমি ক্রয় করেন । সে সময় জমির মুল্য বাবদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা পরিশোধও করেছিলেন। তখন দুই পক্ষ মিলে সিদ্ধান্ত হয়, হামিম মিয়া দেশে আসলে জমি রেজিস্ট্রি করেন।

এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে হামিম মিয়া যখন দেশে ফিরে জমি রেজিস্ট্রি সম্পন্নের জন্য ফাহিম মিয়াকে বারবার তাগিদ দেন তাতে ফাহিম মিয়া তোয়াক্কা করেনি।

এনিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে বুধবার দুপুরে নিজ বাড়ির উঠানে প্রবাসী হামিম মিয়াকে হামলা চালিয়ে মারধর করে আহত করে ফাহিম মিয়া ও তার ছোট ভাই মাহিন মিয়া। এ সময় ভাইকে রক্ষায় এগিয়ে এলে প্রবাসীর ভাই তামিম মিয়াকেও মারধর করে তারা।

এ ঘটনায় আহতদের বড় ভাই শামীম মিয়া বাদী হয়ে গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র ফাহিম মিয়া ও নাহিন মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ২৩ সেপ্টেম্বর ২০২০/ হিল্লোল/পিটি


শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী