Sylhet View 24 PRINT

ধর্ষকদের বিচারের দাবিতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ২১:৫২:৩৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জ শাখা।

সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন করে তারা।

মাববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নারী নেত্রী কলি তালুকদার আরতি, নারী নেত্রী শিল্পী আক্তার, তহুরা বেগম, জোসনা বেগম, আঙ্গুরা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।

এসময় ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশে ধর্ষনে মাত্রায় দিন দিন বাড়ছে। প্রতিদিনই নারী, শিশু ধর্ষণের ঘটনা ঘটছে। পরিবার সমাজ কোথাও নারী নিরাপদ নয়। দায়িত্বশীলদের অবহেলা আর গাফিলতিতে ধর্ষণের ঘটনা ঘটছে। এসসি কলেজ প্রশাসনের গাফিলতি আর প্রত্যক্ষ মদদে গৃহবধূকে ধর্ষণ করা হয়। এই কেডারদের আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন ধরে অধ্যক্ষের আশকারায়।

এই ঘটনায়৷ ধর্ষণের ঘটনায় অধ্যক্ষের বরখাস্তের দাবি করেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০২০/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.