Sylhet View 24 PRINT

দিরাইয়ে প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৬ ২০:১৫:৪৭

দিরাই প্রতিনিধি :: প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে যথাযথ ধর্মীয় মর্যদায় উপজেলার ৬৪ পূজামণ্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন।

এই উৎসবের প্রত্যেক দিনই সনাতনী হিন্দু সম্প্রদায়র সকল বয়সের নারী-পুরুষ মণ্ডপে-মণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতি নাশিনী দেবীদূর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।

এদিকে সোমবার সকাল থেকেই পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে ‘মা দূর্গার ভক্তদের হৃদয় সিক্ত হতে দেখা যায়। পৌরসভার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, মজলিশপুর দূর্গাপূজা মন্ডপ,কালী মন্দিরে দশমীতে সিঁন্দুর আর রং খেলায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের।

আজ সোমবার বিজয়া দশমীর মধ্যদিয়ে দেবীদূর্গার ফিরে যাওয়ার দিন। ‘অকাল বোধনে’কৈলাস থেকে শরতের পঞ্চম তিথিতে দেবী আসেন পিতৃগৃহে । পাঁচ দিন পর দশমী তিথিতে আবার ফিরে যান কৈলাসে।

এদিকে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের দূর্গা প্রতিমা গুলো কালনী নদী ও সুরমা নদীর ডালে বিসর্জন দিয়েছেন বলে জানান বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যরা।



সিলেটভিউ২৪ডটকম/২৬ অক্টোবর ২০২০ /হিল্লুল /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.