Sylhet View 24 PRINT

ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৬ ২১:৪৬:৩৯

ছাতক প্রতিনিধি :: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ছাতকে  সমাপ্ত হয়েছে শারদীয় দূর্গোৎসব। সরকারি বিধি অনুযায়ী সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চাদনীঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এ ঘাটে পৌর শহরের কুমনা, শিববাড়ি, মহাপ্রভুর আখড়া, ত্রিনয়ণী, মহামায়া, চৈতন্য সংঘ পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।

প্রতিমা বিসর্জনের সময় ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি শেখ নাজিম উদ্দিন, ওসি তদন্ত মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান পিপিএম, নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পিযুষ ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাস, প্রাক্তন অধ্যাপক হরিদাস দাস রায়, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া পূজা উৎযাপন পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত রায়, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, বাবুল রায়, চম্পু দত্ত, কালিদাস পোদ্দার, অমর দেবনাথ, নিতাই রায়, স্বপন তরফদার, ছাব্বির আহমদ, লায়েক মিয়া, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, মাহবুব মিয়া, বিশ্বজিৎ ঘোষসহ সাংবাদিক, পুলিশ,  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৬ অক্টোবর ২০২০/ অপু/জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.