Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে রাজাকারের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৮ ১৯:২৪:১৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক রাজাকারের নামে সাময়িক মুক্তিযোদ্ধা সনদ ও বিশেষ সেনা গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন পরবর্তি স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা।

বুধবার সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত মানববন্ধন মুক্তিযোদ্ধা সমাবেশে পরিণত হয়।  

মানববন্ধনে বক্তারা আলা উদ্দিন নামে জনৈক ব্যক্তিকে রাজাকার  আখ্যায়িত করে তার মুক্তিযোদ্ধা সাময়িক সনদ ও বিশেষ সেনা গেজেট বাতিলের দাবি জানিয়ে বলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বীরসিং গ্রামের মৃত গোলাম ফকিরের সন্তান আলা উদ্দিন একজন মানবতা বিরোধী যুদ্ধাপরাধী ও কুখ্যাত রাজাকার।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যখন দেশ রক্ষার জন্য জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন,  সেসময় আলাউদ্দিন রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় এবং পাক হানাদার বাহিনীর দোসর হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করে।   
 
মুক্তিযুদ্ধচলাকালীন সময়ে আলাউদ্দিন ও তার সহযোগীরা মিলে টেংরাটিলা ক্যাম্প থেকে পাকিস্তানি সেনাদের নিয়ে বীরসিং গ্রামের গোপাল চন্দ্র সরকারের বাড়িতে আক্রমণ করে ও তাকে গুলি করে হত্যা করে। গামের আশপাশের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। দেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে সে আত্মগোপনে চলে যায় এবং কয়েক বছর পর এলাকায় ফিরে আসে। পরবর্তীতে হঠাৎ করে সে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর বিশেষ গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করে আলাউদ্দিন (সেনা ল্যান্স নায়েক) নামে মুক্তিযোদ্ধা সাময়িক সনদ উত্তোলন করে।

অবিলম্বে আলা উদ্দিনের মুক্তিযোদ্ধার সাময়িক সনদ ও বিশেষ সেনা গেজেট বাতিল না করা হলে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা আমরণ অনশনে নামতে বাধ্য হবে বলে জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত  প্রকৌশলী মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সাবেক জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সাবেক অর্থ কমান্ডার মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রশীদ, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সাবেক ডেপুটি কমান্ডার মনফর আলী, সাবেক অর্থ কমান্ডার আব্দুল খালেক, সাবেক ক্রীড়া সম্পাদক উমর আলী, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা জাকির হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, দোহালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়ারিস আলী, বাংলাবাজার ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, লক্ষীপুর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা মকবুল আহমদ, নরসিংপুর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মান্নারগাঁও ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা প্রীতিশ চক্রবর্তী, সদর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা প্রবীর মিত্র, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সোহেল আহমেদ মিন্টু,  জসীম উদ্দীন, হোসাইন আহমদ, সিরাজুল ইসলাম, ওমর ফারুক, নুরুল হক, মাসুক প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ অক্টোবর ২০২০/শহিদ/ জুনেদ  

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.