আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

লন্ডনে প্রতারণা করেছেন জগন্নাথপুরের আফসানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-৩০ ১২:০২:২৫

নিজস্ব প্রতিবেদক :  এক বছরও হয়নি সুনামগেঞ্জের জগন্নাথপুরের আফসানা বাংলাদেশীদের মুখ উজ্জল করেছেন। এবার তাকে নিয়ে লন্ডনসহ পুরো বাংলাদেশে সমালোচনার ঝড় উঠেছে।  লন্ড‌নের বাঙালিপাড়া পপলার ও লাইমহাউস আসনের এম‌পি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের বিরুদ্ধে সরকারি আবাসন নিয়ে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ‘প্রভাব খাটিয়ে’ লন্ডন কাউন্সিলের তিন লাখ ডলার দামের একটি ফ্ল্যাট পেয়েছেন এবং সঠিক তথ্য গোপন করেছেন।

আফসানা নি‌জের বিরু‌দ্ধে ওঠা অভি‌যোগ অস্বীকার ক‌রে‌ ব‌লে‌ছেন, তি‌নি ষড়য‌ন্ত্রের শিকার। লেবার পার্টি এই অভিযোগের বিষয়ে তাৎক্ষ‌ণিক কোনও মন্তব্য করতে রাজি হয়নি। গত বছর ব্রিটিশ নির্বাচনে টাওয়ার হ্যামলেটস বারার পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে প্রথমবার নির্বাচন করেই জিতে যান ৩০ বছর বয়সী আফসানা। তিনি লেবার নেতা জেরেমি করবিনের সহযোগী হিসেবে পরিচিত।

আফসানার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। ৩ লাখ পাউন্ড মূল্যমানের ইসল অব ডগসের যে ফ্ল্যাটটি নিয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে, সেটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্তর্গত।

কাউন্সিলের মেয়র জগ বিগস লেবার পা‌র্টির নেতা হ‌লেও স্থানীয় রাজনী‌তি‌তে আফসানার সমর্থক নন। মনোনয়ন যুদ্ধে তিনি আফসানার পক্ষে কাজ করেননি।  আবাসন প্রতারণার এই মামলায় আফসানাকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে পার্লামেন্টের সদস্যপদ হারাতে হতে পারে। একইসঙ্গে তার শাস্তিও হতে পারে।

গত নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন আফসানা। তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

সিলেট ভিউ ২৪ ডটকম/ ৩০ অক্টোবর ২০২০/পিটি



শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী