Sylhet View 24 PRINT

দিরাইয়ে খেলোয়াড়দের মারধর করলেন ইউএনও! লাইভ হলো ফেসবুকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৭ ২৩:১০:৩৩

দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে রাফসান একাডেমি ফুটবল টুর্নামেন্ট খেলায় মাঠে খেলোয়াড়দের বেধড়ক পেঠালেন  ইউএনও শফি উল্লাহ। নিজের শিশু ছেলের নামে একাডেমী করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে নিজেই খেলোয়াড়দের মারধরের ঘটনায় দুই পক্ষে টান টান উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে চার টায় দিরাই সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন দল বনাম উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী দলের প্রথম রাউন্ডের খেলায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা আরম্ভ হওয়ার আগেই উপজেলা  প্রশাসন দলে বহিরাগত খেলোয়াড় নিয়ে খেলতে চাইলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের আপত্তি উঠে। এনিয়ে দুই দলের আপত্তি অনাপত্তির মাঝেই খেলা শুরু করেন রেফারি দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল।

খেলার দ্বিতীয়ার্ধে  একটি ফাউল ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের দিকে মারমুখী হয়ে ওঠেন খেলোয়াড়  দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্লাহ। এক পর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড় কমলেশ দাসকে ধাক্কা দিয়ে মাঠে ফেলে দেন তিনি।এসময় দুদলের  খেলা  ফেইসবুক লাইভ পরিচালনা করছিল বিদ্যুৎ অফিসের কর্মচারি নুরুজ্জামান মুকুল।

বিষয়টি ইউএনও দেখে দৌঁড়ে গিয়ে নুরুজ্জামানকে গলায় ধরে মারতে মারতে তার মোবাইলটি কেড়ে নিতে চেষ্টা করেন। তবে মোবাইলটা কেঁড়ে নিতে না পারায় পুরো ঘটনাটি ফেইসবুকের লাইভে চলে যায়। এ ঘটনার পর  খেলা ভেঙে যায় এবং মাঠে দর্শকেরা প্রবেশ করে।

ইউএনও-এর এমন ব্যবহারে উপস্থিত  দর্শকদেরা উত্তেজিত হয়ে উঠলে অধিনস্থ কর্মচারীদের নিরাপত্তা বেষ্টনীতে মাঠ ত্যাগ করেন ইউএনি শফি উল্লাহ।

এ ব্যাপারে বক্তব্য নিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্লার ব্যবহৃত মোবাইলে  কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন, খেলার মাঠে ভুল বুঝাবুঝি হইছিল, এটা  শেষ হয়ে গেছে।

উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ হায়দার আলী মজুমদার বলেন, বিচারকের হাত যখন উত্তেজিত হয়ে কারো আঘাত করে তখন কিছুই বলার থাকেনা। আমরা প্রশাসনের দু দলের খেলোয়াড়দের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটিতে দর্শকেরা কষ্ট পেয়েছে বেশি।

মারধরের শিকার  খেলোয়ার কমলেশ দাস বলেন, বহিরাগত খেলোয়াড় নিয়ে  প্রতিপক্ষ দলেরা খেলতে চাইলে আমরা বাধা দিলে খেলার শুরু থেকেই তারা মারমুখী হয়ে ওঠেন। খেলার এক পর্যায়ে ইউএনও স্যার আামাদেরকে অন্যায়ভাবে মারধর করতে থাকেন।

এ ব্যাপারে জানতে চাইলে রেফারি জাফর ইকবালের মোবাইলে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, দিরাই  উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০ শে নভেম্বর  দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাফসান একাডেমির প্রেসিডেন্ট ও উপজেলা নির্বাহী অফিসারের শিশুপুত্র শাহার উল্লাহ রাফসান।

মোট ৯ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উপজেলা প্রশাসন দল ও দিরাই থানা পুলিশ দল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ।

 
সিলেটভিউ২৪ডটকম / ২৭ নভেম্বর ২০২০ / হিল্লুল / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.