আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে দোকান কোটা পুড়ে ছাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৪ ১৭:১৮:০৩

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নিকান্ডের ঘটনায় দুই চোখ অন্ধ এক প্রতিবন্ধীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন মুদি মালামালের একটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিক অন্ধ প্রতিবন্ধী মো.তোষা মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মৃত মোক্তার হোসের ছেলে। বুধবার রাত সাড়ে ১২টার  দিকে গোলাবাড়ী গ্রামের পশ্চিম পাশে গ্রাম্য মুদি মালের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বুধবার রাত প্রায় ১২টার দিকে দোকানের মালিক দুই চোখ অন্ধ প্রতিবন্ধী তোষা মিয়া সারাদিন দোকানদারী করে নিজ বসত বাড়ি গোলাবাড়ী গ্রামে এসে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্ততি নিচ্ছিল। এসময় সে শুনতে পায় তার দোকান ঘরে আগুন লেগেছে। রাত সাড়ে ১২টার দিকে সে সহ তার বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়। একপর্যায়ে চোখের সামনে দাউ দাউ করে মহুত্বের মধ্যে দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকার মুদি মালামাল সহ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায়।

দুই চোখ অন্ধ প্রতিবন্ধী মো. তোষা মিয়া কান্না জড়িত কন্ঠে জানায়, সে জন্মের কিছু বছর পর থেকেই দুই চোখে কিছু দেখতে পায়না। তার স্ত্রীও একজন মানুষিক রোগী। তাদের ঔরসে একটি ছেলে সন্তান রয়েছে। তারও দুই চোখের আলো আস্তে আস্তে নীভে যাচ্ছে। এরইমধ্যে দোকানে থাকা মুদি মালামাল সহ ঘরটি পুড়ে যাওয়ায় সে একেবারে নিঃশ্ব হয়ে পড়েছে।

শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম জানান, গোলাবাড়ী গ্রামের সামনে দুই চোখ অন্ধ তোষা মিয়ার একটি গ্রাম্য দোকানঘর অগ্নিকান্ডে পুড়ে গেছে বলে শুনেছি। তাকে ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মা সন সিংহ বলেন, অগ্নি কান্ডের ঘটনাটি আমি শুনিনি। এ বিষয়ে আবেদন করলে তাকে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।


সিলেটভিউ২৪ডটকম / রাজ্জাক / ডালিম-৫

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী