আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০১ ২০:৫২:৩২

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম মান্নানের পক্ষে দক্ষিণ সুনামগঞ্জে এক বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মার্চ) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামিলীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে এই বিশাল মিছিলটি শান্তিগঞ্জ বাজারস্থ আওয়ামীলীগের অস্থায়ী থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে আলোচনা সভায় মিলিত হয়।

মিছিল পরবর্তী আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান রফিক খান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম আহবায়ক ফরিদ মিয়া, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনসুর আলম সুজন, যুগ্ম আহবায়ক আবু সালেহ জনি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু খালেদ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, সদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম আহমদ, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সমীরণ দাস সুবির, ইমরান, দপ্তর সম্পাদক জুয়েল দাস, ছাত্রলীগ নেতা নিতাই দাস, শুয়েব মিয়া ও মাসুম আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-১০

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী