Sylhet View 24 PRINT

‘অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা ছিলেন চৌধুরী খসরু’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০২ ২০:০৫:২৬

শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ :: মুক্তিযুদ্ধ চেতনা লালন ও অসাম্প্রদায়িক সমাজ বির্নিমানের স্বপ্নদ্রষ্টা ছিলেন মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। প্রতিবাদ আর সাহসের বাতিঘরের আরেক নাম খসরু। জাতির ক্রান্তি লগ্নে অস্ত্র হাতে রণাঙ্গনে জীবন বাজি রেখেছিলেন তেমনি হাওরবাসীর দুঃসময়ে নেতৃত্ব দিয়ে বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন তিনি। অন্যায়-অবিচার, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান ছিলো আপোষহীন। হাওরবাসীর এমন একজন স্বজনের মহাপ্রস্তানে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও শোধ হবার নয়।

মঙ্গলাবার বিকালে সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর স্মরণে অনুষ্ঠিত শোকসভায় এসব কথা বলেন বক্তারা।

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তারা এসময় বজলুল মজিদ চৌধুরী খসরুর স্মৃতিচারণ করে বলেন, চৌধুরী খসরু ছিলেন একজন আপাদমস্তক সজ্জন, সদালাপী, নীতিবান মানুষ। বহুমাত্রিক গুণের অধিকারী মানুষটি সততা ও নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করেছেন। বর্ণাঢ্য জীবনে আইনপেশার সাথে সাথে, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ নিয়ে গভেষণা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে অবদান রাখেন তিনি।

বক্তারা বলেন, অনিয়ম দুর্নীতির কারণে ২০১৭ সালে যখন হাওর ডুবির ঘটনা ঘটে। হাওরবাসী যখন দিশেহারা তখনই মুক্তির পয়গান নিয়ে আসেন বজলুল মজিদ চৌধুরী খসরু । হাওর দুর্নীতিবাজদের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। যার হাতে গড়া সংগঠন আজ বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে। হাওরের মানুষের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করে গেছেন তিনি। এমন একজন মহারতিকে হারিয়ে সুনামগঞ্জবাসী শোকাহত।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরীর শুভর সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়। শোকসভায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা রমেন্দ্র কুমার দে, নারী নেত্রী শীলা রায়, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সিনিয়র আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, অ্যাডভোকেট চান মিয়া, অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, সংগঠনের সহ সভাপতি, চিত্তরঞ্জন তালুকাদার, সুকেন্দু সেন, স্বপন কুমার রায় দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি জালাল উদ্দিন, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন দাস, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, অ্যাড. মতিয়া বেগম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ, সদর উপজেলা কমিটির সহসভাপতি দুলাল মিয়া, সুনামগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি কবি শেখ একেএম জাকারিয়া, সহ সভাপতি কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে- হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব রাজু আহমদ, জামালগঞ্জ শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ, বাঁধ বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা কমিটির নেতা তছকির আলী, শওকত ইসলাম, সলুকাবাদ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জালাল প্রমুখ।

শোকসভার শুরুতে শোকবার্তা পাঠ করেন মহিলা পরিষদের সভানেত্রী গৌরি ভট্টাচার্য্য।

সিলেটভিউডটকম/ডিজেএস-৮

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.