আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

এক অনিশ্চিয়তার দিকে হাঁটছি আমরা : পরিকল্পনামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১১ ১৬:২৪:২১

সুনামগঞ্জ প্রতিনিধি :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এক অনিশ্চিয়তার দিকে হাঁটছি আমরা। কালকে কী হবে বলতে পারছি না। মার্কিনিদের সিস্টেম কাছাকাছি থেকে দেখে এসেছি। প্রতিদিন কত মানুষের মৃত্যু হচ্ছে। উন্নত দেশ হয়েও করোনায় হিমশিম পড়তে হয়েছে। আমাদের সম্পদ কম। আমাদের আরও কাজ করার সুযোগ আছে। সবার সহযোগিতায় করোনার দ্বিতীয় ধাক্কা আমাদের মোকাবেলা করতে হবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। কাজ ছাড়া ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। সকলের সচেতনতাই পারে এ যুদ্ধে জয়ী হতে পারবো আমরা।

রোববার (১১ এপ্রিল) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে ক্যান্সার, কিডনী, লিভার, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ  ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়াল ভাবে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রী বলেন, ২৭৪ জন লোককে চিকিৎসার সহযোগিতা হিসেবে ৫০ হাজার করে  ১ কোটি ৪৭ লাখ টাকা দিচ্ছে সরকার। অবিশ্বাস্য ব্যাপার। আমাদের সরকারের শক্তি বাড়ছে। সরকারের টাকা জনগণের টাকা। প্রতিটি পয়সার মালিক জনগণ। যে আসতে পারবে না তার বাড়িতে টাকা দিয়ে আসাটা মহৎ কাজ বলে উল্লেখ করেন তিনি।

হাওরের বোরো ধান কাটার ব্যাপারে বলেন, কৃষকের জমিকে নিজের জমি মনে হয়। পাকা ধান দেখলে  মন আনন্দে ভরে যায়। আকাশের মেঘ ও নদীর পানির দিকে থাকিয়ে সতর্ক থাকতে হবে। সাবধানতা অবলম্বন করে সময় মতো ধান ঘরে তুলতে হবে। মন্ত্রী বলেন খেতের ধান আমাদের প্রকৃতির হক পাওনা। এটা আমাদের তুলে আনতে হবে। আমাদের ছোটবেলা খাদ্যাভাব ছিল, মানুষ কলেরায় মারা যেত। ডিসি এসপিকে কখনও গ্রামে আসতে দেখিনি। এখন সমস্যা হলেই তারা ছোটে আসেন। দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতায় করায় প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।   

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক সুচিত্রা রায়, জেলা কৃষি সম্প্রশারণের উপ পরিচালক ফরিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / ১১ এপ্রিল, ২০২১ / শহীদনূর / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী