আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

লন্ডনে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-০৪ ২১:১৮:৪৩

ইস্ট লন্ডনে ফের আরেকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা দেড়টার দিকে (লন্ডন সময়) বাংলাদেশীদের প্রানকেন্দ্র ওয়াইটচ্যাপলের ভ্যালেন্স রোডের ৫তলা বিশিষ্ট একটি ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ভবনের দুটি ফ্লাই পুড়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন লন্ডনের স্থানীয় সাংবাদিক ইব্রাহিম খলিল।
তিনি জানান, পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপল এবং বেথনালগ্রীনের মাঝামাঝি স্থানে রামসী স্ট্রিটের কিংসাম হাউজের অবস্থান। ওই ৫ তলা বিশিষ্ট ওই ভবনের ৪র্থ তলার ৩০ নাম্বার ফ্লাটে আগুনের সূত্রপাত হয়েছে। ফ্লাটটিতে একজন কৃষাজ্ঞ যুবক বসবাস করছিলেন। আগুন লাগার সময় তিনি ঘরের বাইরে ছিলেন বলে জানা গেছে।
তবে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেন। খবর পেয়ে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিনসহ অর্ধশতাধিক ফায়ার ফাইটার এসে তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
তবে কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ৬৪টি ফ্লাট বিশিষ্ট ভবনে বসবাসকারী বাসিন্দাদের ৯৫ ভাগ হচ্ছেন বাংলাদেশী অরিজিন।
এর আগে গত ২৯ জুন মাইল এন্ডের ওয়েলিংটন ওয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুনে পুড়ে যায় পুরো একটি ফ্লাট। ক্ষতিগ্রস্থ হয় আরো দুটি ফ্লাট।
সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০১৮/কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া