Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম থেকে মনির-বেলাল বহিষ্কার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৬ ২১:৩৯:২২

সিলেটভিউ ডেস্ক :: বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম থেকে বহিস্কার করা হয়েছে।   সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ, নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপ, এখতিয়ার বর্হিভূতভাবে সভা আহ্বান, কার্যকরী কমিটির অনুমোদন ছাড়া কোম্পানি হাউসে বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামকে মনির হোসেন কর্তৃক নিজের নামে প্রাইভেট লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিকরণ, কমিটির অনুমোদন ব্যতিরেকে নিজের সাংগঠনিক পদবী ব্যবহার করে আগামী সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন খেকে সাবেক সভাপতি মনির হোসেনের প্রার্থীতা ঘোষনার প্রেক্ষিতে সংগঠনের সাবেক সভাপতি (বর্তমানে উপদেষ্ঠা কমিটির সদস্য) মোহাম্মদ মনির হোসেনকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সুজাত মনসুর ও সাধারণ সম্পাদক হেনা বেগম। 

এছাড়া মনির হোসেনের সংগঠন বিরোধী কার্যকলাপে মদদ দেয়ার অভিযোগে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও লন্ডন কমিটির সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালকেও সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন।  

এছাড়া সংগঠনের বিভিন্ন শাখা কমিটির গত দুই বছরের কার্যক্রম পর্যালোচনা করে অতিশীঘ্রই সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ।

তারা বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরামের বিলেত ও বহির্বিশ্বে বিভিন্ন ব্যতিক্রমধর্মী কাজ ও প্রকাশনার মাধ্যমে অর্জিত সুনাম বিনষ্টকারীদের কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হবার জন্য সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শুভাকাঙ্খি এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্য ও মুজিবাদর্শের সবাইকে আহ্বান জানানো হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ জুলাই ২০১৮/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.