Sylhet View 24 PRINT

যুক্তরাজ্যে ‘গহরপুর এসোসিয়েশন’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১১:৪১:৫৯

যুক্তরাজস্থ্য গহরপুর এসোসিয়েশনের উদ্যোগে জমজমাট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ সেপ্টেম্বর রাতে পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রিটের একটি কমিউনিটি হলে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত গহরপুরবাসীসহ বালাগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্যের বেণ্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো. আবুল মিয়া।

গহরপুর এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি একরাম আহমদ ইলিয়াছ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহনুর চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জালালপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কামাল আহমেদ, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি আজিজ চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট’র সভাপতি ইসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক ফায়জুল রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ সুফি সোহেল আহমদ, গহরপুর এসোসিয়েশনের সহ-সভাপতি আলী আহমদ নেছাওর, বালাগঞ্জ সমিতির সাবেক সভাপতি কবির উদ্দিন, দর্পণ সম্পাদক রহমত আলী, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন, সাবেক শিক্ষক আমির আলী, সিলেট সদর এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কালাম, জিএসসি ইস্ট লন্ডন শাখার সভাপতি এমএ গফুর, অন-লাইন দৈনিক বালাগঞ্জ প্রতিদিনের সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান, চ্যানেল এস’র লুটন প্রতিনিধি মোহাম্মদ তাজ, টাওয়ার হ্যামলেটসের সিবিক এওয়ার্ড প্রাপ্ত কমিউনিটি নেতা জামাল খান, এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, কোষাধ্যক্ষ মো. আজাদ খান, সহ কোষাধ্যক্ষ সুহেল আহমদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন লালা, সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, সাইস্তা মিয়া, ইসি মেম্বার হাবিবুর রহমান রুকন, লোকমান মিয়া, সেজন মিয়া, রুহেল মিয়া, সুহেল ইসলাম, মোহাম্মদ মজলু, আজহার আলী, মো. সাইফুদ্দিন, হেলাল আহমেদ, মো. আব্দুল বাহার সেলু, রহিম আহমেদ, মাজহারুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, শওকত আলী, এমাদ আহমেদ, জুবায়ের আহমেদ, আব্দুস সালাম, মাহমুদুল আলম, আজমল আলী, হাবিবুর রহমান, সালেহ আহমদ, এস চৌধুরী সেলিম, এ নোমান প্রমুখ। উল্লেখ্য গহরপুর এসোসিয়েশন গত বিশ বছর যাবত বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নে টিউবওয়েল স্থাপন, বৃত্তি প্রদান, দুস্থ্য অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা প্রদানসহ এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/জেআরজে/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.