আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আফসানা বেগম লেবার রিজিওনাল বোৰ্ড মেম্বার নির্বাচিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৫ ০১:৫৩:০২

আহাদ চৌধুরী বাবু :: লেবার পার্টির রিজওনাল বোৰ্ডে প্রথম ব্রিটিশ বাংলাদেশী প্রতিনিধিত্ব নিশ্চিত হলো, যা এথনিক মাইনোরিটির জন্য একটি অৰ্জন।

গত ২ ও ৩ মাৰ্চ অনুষ্ঠিত লেবার পার্টির রিজওনাল সম্মেলনে সিটিও ইষ্ট নিউহাম, বার্কিং ও ডেগেনহাম, রেডব্রিজ, হেবারিংও টাওয়ার হ্যামলেটস এর প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন আফসানা বেগম (টাওয়ার হ্যামলেটস) এবং বব লিটল উড (রেডব্রিজ) ও লাইম হাউস লেবার পার্টির সেক্রেটারী উদিয়মান রাজনৈতিক কর্মী আফসানা বেগম।

তাকে নিৰ্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার অবস্থান ঘৃণার রাজনীতির বিরেুদ্ধে। লেবার পার্টির স্থানীয় পর্যায়ের সদস্যদের স্বার্থ ও সংখ্যালঘু জনগোষ্ঠির সামাজিক অবস্থান নিশ্চিত করন এবং তাদের মুখপাত্র হিসাবে পরিচালিত হবে আমার কর্মধারা।

আফসানা বলেন, আমি লেবার পার্টি ও জেরেমী করবিনের ভিসনকে স্বাগত জানিয়ে কাজ করতে চাই এবং আগামী দুবছর ট্রেনিং, ডেভোলাপমেন্ট, লোকাল পার্টিতে গণতন্ত্র চর্চা ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরনের জন্য কাজ করবো।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসে  আফসানা বেগমর জন্ম ও বেড়ে উঠা। তার বাবা সাবেক কাউন্সিলর ও মেয়র মরহুম মনির উদ্দিন আহমদের অনুপ্রেরনায় অল্প বয়সে রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃপৃক্ত হন। আফসানা বর্তমানে টাওয়ার হ্যামলেটস হামে ওকুইনম্যারী ইউনিভার্সিটিতে কৰ্মরত।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া