আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বার্মিংহাম থেকে বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইটের দাবিতে কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ১৮:২০:৩৪

যুক্তরাজ্য সংবাদদাতা :: যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইটের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। এনিয়ে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছেন। এই দাবিতে গত সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সরাসরি ফ্লাইট চালুর দাবিতে আন্দোলনরত ক্যাম্পেইন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দাবি বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়।

বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ ও বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাসির আহমেদকে উপদেষ্টা করে  সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক জিয়া তালুকদারকে আহবায়ক এবং সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী আশরাফুল ওয়াহিদ দুলালকে সদস্য সচিব করে ১২ সদস্যের কমিটি গঠন  করা হয়।

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে সাহিদুর রহমান সুহেল, সাইফুর রাজা চৌধুরী পথিক, বাহার উদ্দিন ও মোহাম্মদ আব্দুল্লাহ লিমনকে রাখা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে আতিকুর রহমান আতিক, এবি চৌধুরী অপু, মোহাম্মদ আলী ও উবায়দুল কবির খোকনকে।

কমিটিতে বার্মিংহাম তথা মিডল্যান্ডসের কমিউনিটি নেতৃবৃন্দকে উপদেষ্টা ও সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

বিমানের সরাসরি ফ্লাইটের দাবিতে ইতোমধ্যে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। নবগঠিত কমিটির পক্ষ থেকে বার্মিংহামবাসীকে দলমতের উর্ধ্বে উঠে একযোগে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ এপ্রিল ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া