Sylhet View 24 PRINT

বার্মিংহাম থেকে বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইটের দাবিতে কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ১৮:২০:৩৪

যুক্তরাজ্য সংবাদদাতা :: যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইটের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। এনিয়ে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছেন। এই দাবিতে গত সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সরাসরি ফ্লাইট চালুর দাবিতে আন্দোলনরত ক্যাম্পেইন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দাবি বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়।

বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ ও বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাসির আহমেদকে উপদেষ্টা করে  সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক জিয়া তালুকদারকে আহবায়ক এবং সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী আশরাফুল ওয়াহিদ দুলালকে সদস্য সচিব করে ১২ সদস্যের কমিটি গঠন  করা হয়।

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে সাহিদুর রহমান সুহেল, সাইফুর রাজা চৌধুরী পথিক, বাহার উদ্দিন ও মোহাম্মদ আব্দুল্লাহ লিমনকে রাখা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে আতিকুর রহমান আতিক, এবি চৌধুরী অপু, মোহাম্মদ আলী ও উবায়দুল কবির খোকনকে।

কমিটিতে বার্মিংহাম তথা মিডল্যান্ডসের কমিউনিটি নেতৃবৃন্দকে উপদেষ্টা ও সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

বিমানের সরাসরি ফ্লাইটের দাবিতে ইতোমধ্যে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। নবগঠিত কমিটির পক্ষ থেকে বার্মিংহামবাসীকে দলমতের উর্ধ্বে উঠে একযোগে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ এপ্রিল ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.