আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নিউ ইয়র্কে নামাজের পোষাক পরিহিত বাংলাদেশীর আত্মহত্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০২ ১৬:৪৭:০৪

শাহ বদরুজ্জামান রুহেল, নিউ ইয়র্ক :: জুমা'র নামাজের পোশাক পরিহিত অবস্থায় এক বাংলাদেশী আত্মহত্যা করেছেন। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশী লুৎফর রহমান ওরফে মানিক ঢালি (৪৩)।

জুমা'র নামাজের জন্য প্রস্তুত হয়েও নামাজে না গিয়ে ৩১ মে (শুক্রবার) দুপুরে নিজ গাড়ির গ্যারেজে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

তার দেশের বাড়ি শরিয়তপুর জেলার নড়াইলে। মানিকের এমন মৃত্যুতে প্রবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি তার এমন মৃত্যু নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।

জ্যামাইকায় ১৬১-০৭  ৮৫ এভিনিউতে অবস্থিত নিজের কেনা বাড়িতে ১৫ বছর বয়সী কন্যা, ১৪ বছর বয়সী পুত্র এবং আড়াই বছর বয়সী কন্যা এবং স্ত্রীর সঙ্গে থাকতেন মানিক। এর আগে জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পেশায় ছিলেন ট্যাক্সি চালক।

প্রতিবেশী মাজেদা এ উদ্দিন বলেন, মানিক রোজা ছিলেন। স্বপ্নের বাড়িটি ক্রয়ের সময় নেয়া ঋণের মাসিক সাড়ে ৪ হাজার ডলারের কিস্তি পরিশোধ নিয়ে কিছুটা চাপে ছিলেন। তবে সে কারণেই শিশু সন্তানদের রেখে আত্মহত্যা করবেন এটি মেনে নেয়া যায় না।

মার্কিন লেবার ইউনিয়নের লিডার মাফ মিসবাহ উদ্দিন বলেন, মানিক পুত্রকে সাথে নিয়ে জুমা'র নামাজে যাবার প্রস্তুতি নিয়েও কেন যাননি? কমিউনিটি এখন অনেক বড় হয়েছে। তাই নানাধরনের সমস্যাও বাড়ছে। এ অবস্থায় কমিউনিটি ভিত্তিক পরামর্শ কেন্দ্র খোলা দরকার। কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেক জটিল পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব।

এদিকে, ১লা জুন শনিবার অপরাহ্নে মানিক ঢালির জানাযা জ্যাকসন হাইটস সংলগ্ন একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপরই আমিরাত এয়ার লাইন্সে মানিকের কফিন ঢাকায় রওয়ানা দেয়।

মানিকের ভাই জানান যে, শরিয়তপুর জেলার নড়িয়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

তথ্যসূত্রঃ এনআরবি নিউজ



সিলেটভিউ২৪ডটকম/০২ জুন ২০১৯/এসবিআর/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া